আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাইনাস

আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাইনাস

    নতুন গতি ওয়েব ডেস্ক: এবার লক ডাউন এর ফলে বিভিন্ন দেশে তেলের দাম মাইনাসে নেমে আসলো,
    আমেরিকায় অশোধিত তেলের দাম মাইনাসের ঘর থেকে কিছুটা উপরে উঠল। সোমবার অশোধিত তেলের দাম কমতে কমতে মাইনাসে চলে গিয়েছিল। এক ব্যারেল অশোধিত তেল বিক্রি হয়েছে মাইনাস ৩৭.৬৩ ডলারে, ভারতীয় মুদ্রায় মাইনাস ২৮৮৬ টাকা। মার্কিন ইতিহাসে এমনটা আগে কখনও হয়নি। লকডাউনের জেরে অবস্থা এমন যে তেল উৎপাদনকারীরা তাদের তেলভাণ্ডার মে মাসে ভর্তি হয়ে যাবে এই আশঙ্কায় ক্রেতাদের বিনা পয়সায় তেল দিচ্ছে। লকডাউনের জন্য তেলের চাহিদা নেই বললেই চলে। তেল কোম্পানিগুলি এখন ট্যাঙ্কার ভাড়া নিচ্ছে তেল মজুত করার জন্য। অন্যদিকে, রাশিয়া ও সৌদি আরব দেশগুলিকে উদ্বৃত্ত তেলে ভাসিয়ে দিচ্ছে। বহু মার্কিন কোম্পানি সুদিনে প্রচুর ডলার ঋণ নিয়ে রেখেছে। ফলে জুন নাগাদ মার্কিন কোম্পানিগুলি দেউলিয়া ঘোষণা করতে হবে। সংখ্যাটা প্রায় ১১০০। কাজ হারাবেন অসংখ্য কর্মী।