ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুয়ু কোয়ারান্টায়িনে প্রবেশ করছে, মহামারী করোনায় আক্রান্ত হওয়ার পুরো পুরি আশংকা!

ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুয়ু কোয়ারান্টায়িনে প্রবেশ করছে, মহামারী করোনায় আক্রান্ত হওয়ার পুরো পুরি আশংকা!

    নতুন গতি, ওয়েবডেস্ক : ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু অনেক কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন কারণ ওনার অফিসের একজন ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়ে আছে এবং আজকে যখন প্রধান মন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে তখন ওনার কার্যালয় থেকে বলা হয় যে নেসেট ভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষার বিষয়ক সহায়তার পর তিনি কোয়ারান্টায়িনে প্রবেশ করবেন।

    নেতানিয়াহুর অফিস বলেছে যে পদক্ষেপটি একটি সতর্কতা ছিল এবং করোনা সংক্রান্ত তদন্ত শেষ হওয়ার আগেই নেওয়া হয়েছিল, ইসরাইলের হারেটেজ পত্রিকা এই বিষয় টি প্রকাশ করেন।

    গত ১৪ই মার্চ থেকে ইস্রায়িলে পুরো লকডাউন চলছে যার ফলে লোকেরা তাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরেও যেতে পারছে না এবং সাধারণত খাবারের সঞ্চারের জন্য বাইরে যেতে বলা হচ্ছে ।

    এখনও পর্যন্ত ৪৩৪৭ জন ইসরাইল এর জনতা করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং ১৩৪ জন ভাইরাস থেকে পুনরুদ্ধার হয়েছে। এবং ১৬ জন রোগী মারা গেছেন ও ৯৫ জন গুরুতর অবস্থায় আছেন।