|
---|
নিজস্ব সংবাদদাতা: পাশবিক হয়ে উঠেছে মানুষ। মানবিকতা আজ হারিয়ে ফেলেছে অনেকে। মঙ্গলবার শিলিগুড়ির ফুলবাড়ীতে চোর সন্ধেহে এক যুবককে ধরে গাছে বেঁধে চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। আর এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নড়েচড়ে বসল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুলিশের কাছে মঙ্গলবার এক যুবককে গাছে বেঁধে চুল কাটার খবর আসতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে। এর পর ঘটনার তদন্তে নেমে এবং ভিডিও ফুটেজ দেখে ফুলবাড়ীর রেজ্জাক মোহাম্মদকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।মঙ্গলবার দুপুর নাগাদ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে গাছে বেঁধে চুল কেটে দিয়েছিল অভিযুক্ত রেজ্জাক।এই যুবককে গ্রেপ্তারের দাবী জানান অনেকেই।অবশেষে পুলিশ ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।