|
---|
জাকির হোসেন সেখ, ২৭ মে, নতুন গতি, কলকাতা: সম্প্রতি ভুয়ো খবর ভাইরাল হল নেটদুনিয়ায়। তাও যাইতাই খবর নয়। একেবারে দুর্ঘটনায় মৃত্যুর খবর ! সনৎ জয়সূর্যের মত শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুর খবর ! খবর রটে গেল বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগে কানাডায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সনৎ জয়সূর্যের। সম্প্রতি এমন খবরই ভাইরাল হয় নেট দুনিয়ায়। এমনকি যা দেখে ধন্ধে পড়ে যান ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। শেষমেষ তিনি টুইট করে জানতে পর্যন্ত চান খবরের সত্যাসত্য।
পরে যখন সনৎ জয়সূর্য নিজে টুইটারে লেখেন যে, “এমন ধরনের ভুয়ো খবর ছড়ানো বন্ধ হোক। আমি বহাল তবিয়তে আছি। এবং কানাডায় নয়, নিজের দেশ শ্রীলঙ্কাতেই আছি।” তাঁর এই টুইট করার পর হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।