|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “রামচন্দ্র ভগবান নন, কেবল এক কাল্পনিক চরিত্র!” এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি।
বৃহস্পতিবার বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি বললেন “ভগবান রামচন্দ্র শবরী নামে এক দলিত মহিলার হাত থেকে ফল খেয়েছিলেন। তাহলে উচ্চবর্ণের মানুষ কেন এই উদাহরণ মেনে চলতে পারেন না? তাহলেই তো অস্পৃশ্যতা দূর হয়ে যেতে পারে।”
এরপরই তিনি করলেন সেই বিতর্কিত মন্তব্য “আমি মনে করি না রামচন্দ্র ভগবান ছিলেন। তিনি বাল্মিকির রামায়ণ এবং তুলসীদাসের রামচরিতমানসের একটি কাল্পনিক চরিত্র। এই দু’টি বই থেকেই মূল্যবান নীতিশিক্ষা পাওয়া যায়।”
এই মন্তব্যের পরই তাঁকে ক্ষুব্ধ গেরুয়া শিবিরের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।