|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ৭ জানুয়ারী, মঙ্গলবার, মুর্শিদাবাদের কাবিলপুর বটতলা মোড়ে বৈকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত, ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অরগানাইজেশন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল সাম্প্রদায়িক সম্প্রীতি সভা। উক্ত পথসভায় প্রধান বক্তা ছিলেন জয়নূল আবেদীন সম্পাদক রংধনু সংবাদ- সাহিত্য পাক্ষিক পত্রিকা। সভায় স্বাগত ভাষণ প্রদান করেন ‘ইউ, বি, আই, ও’-র সভাপতি মহঃ মুস্তফা শেখ। সভায় বক্তব্য রাখেন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা প্রাবন্ধিক মজিবুর রহমান, মুরশিদ সারওয়ার জাহান, সাহিন হোসেন, সাইফুল ইসলাম, মোঃ ইমরান হোসেন,প্রমুখ। প্রত্যেক বক্তার ভাষণেই সম্প্রীতির সহজ – সরল বার্তা প্রদান করা হয়। এই পথসভায় এলাকার বহু সাধারন মনুষ সহ বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মিজানুর রহমান, প্রাক্তন প্রধান আব্দুল মালেক , আব্দুর রাকিব, আব্দুল লতিফ, রহমতুল্লাহ, ওবায়দুর রহমান। সুচারুরূপে পথসভাটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মহঃ মুস্তফা শেখ।