|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু বুকে ব্যথা নিয়ে ফের এসএসকেএমে ভরতি হন। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবারই অস্ত্রোপচারের পর জেলে ফিরেছিলেন তিনি। সন্ধেয় ফের শুরু হয় বুকে ব্যথা। রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। এদিন হাসপাতালে ঢোকার মুখে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারান তিনি।