আগামী ২ ফেব্রুয়ারী বর্ধমানের ১১তম কাঞ্চন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে আসছেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী মাধুরী দীক্ষিত

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    আগামী ২ ফেব্রুয়ারী বর্ধমানের ১১তম কাঞ্চন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে আসছেন হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কাঞ্চন উৎসবের সভাপতি তথা বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাস একথা জানিয়েছে্ন। উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস। কাঞ্চন উৎসব চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।