“মাদ্রাসায় দেওয়া হয় দেশবিরোধী শিক্ষা” বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণাটক বিজেপি বিধায়ক

নতুন গতি নিউজ ডেস্ক: “মাদ্রাসায় দেওয়া হয় দেশবিরোধী শিক্ষা” কর্ণাটক বিজেপি বিধায়ক রেনুকাচর্যা এই বিতর্কিত মন্তব্যে ছড়িয়েছে চাঞ্চল্য।

    তিনি বলেন “আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আরজি জানাচ্ছি মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে। আমাদের কি অন্য স্কুল নেই যেখানে হিন্দু ও খ্রিস্টান পড়ুয়ারা পড়াশোনা করে? ওরা ওখানে দেশবিরোধী শিক্ষায় শিক্ষিত হয়। হয় ওদের নিষিদ্ধ করা হোক কিংবা অন্যান্য স্কুলের মতো সিলেবাস রাখা হোক।”

    তিনি আরো বলেন “আমি কংগ্রেসকে বলতে চাই, ভোট ব্যাংক আপনাদের জন্য এত জরুরি? আর এটাও জানতে চাই মাদ্রাসাগুলির কী দরকার? কী শেখানো হয় সেখানে? ওরা ছোট ছোট শিশুদের প্ররোচিত করছে। আগামী দিনে এরাই দেশবিরোধী হয়ে উঠবে এবং ‘ভারত মাতা কি জয়’ বলতে চাইবে না।”

    এদিন তিনি হিজাব ইস্যুতে কর্ণাটক হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ডাকা বনধেরও বিরোধিতা করেন “কর্ণাটক বনধের ডাক দিয়েছে কিছু দেশবিরোধী সংগঠন। সরকার কেন এসব সহ্য করছে? এটা কি পাকিস্তান, বাংলাদেশ অথবা অন্য কোনও মুসলিম দেশ? আমরা এসব বরদাস্ত করব না।”