|
---|
মোহাম্মদ রিপন : মুরারই
এবার বিহারের বেগুসরাই থেকে সিপিএমের টিকিটে নির্বাচনে লড়াই লড়ছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী গিরিরাজ সিং। তাঁকে তাঁর নওদা আসন থেকে এবার দেওয়া হয়েছে বেগুসরাইয়ে।তিনি কানাইয়া কুমারের সাথে লড়াই করার আগেই রাজ্যসভার টিকিট পাকা করে নিয়েছেন এমনটাই জানা গেছে। গতবার সিপিআই প্রার্থী ছিলেন তিন নম্বরে। জেডিইউ ছিল ২ নম্বরে। এবার দেখার বিষয়ে এরকম এক শক্ত লড়াইয়ে কী করতে পারেন কানহাইয়া।
তবে কানাইয়ার সাথে বেগুসারাই এর মানুষ আশাবাদী কানাইয়া সাংসদ নির্বাচিত হয়ে সংসদে ঝড় তুলবে বলে।জেএন ইউ বিশ্ব বিদ্যালয়ে পড়ার সময় দেশ বিরোধী স্লোগান এর তকমা দিয়ে তাকে জেলে পুরে দেয় দিল্লি পুলিশ কিন্তু পুলিশ কোন তথ্য প্রমাণ জোগাড় করতে না পারায় আদালতে চার্জশিট দিতে ব্যর্থ হয় । 19 দিন জেল খাটার পর জেল থেকে ছাড়া পায় কানাইয়া কুমার। বিজেপি নেতৃত্বের লাগামছাড়া কথাবাত্রা বারবার সহ্য করতে হয়েছে তাকে কখনো তার জিভ কেটে নেওয়ার কথা ,আবার কখনো গলা টিপে দেওয়ার কথা। তবে সেসব কথা কে তোয়াক্কা না করেই কানাইয়া এখন বিজেপি নেতৃত্বের গলার কাঁটা।কানাইয়া কুমারের সমর্থনে ভারতের খ্যাতনামা ব্যক্তিরা তার পাশে দাঁড়িয়েছে অভিনেতা প্রকাশ রাজ থেকে শুরু করে শাবানা আজমি ,জাভেদ আখতার, ফারহান আখতার ,ইমতিয়াজ আলি খান, তানু ভাস্কর ,কাফিল খান,আর রাজা প্রমূখ ব্যক্তিরা। কানাইয়া কুমারের ছায়াছবি ওমর খালিদ, সেহলা রশিদ ,হার্দিক প্যাটেল, জিগ্নেশ বহু যুব নেতা কানাইয়ায় এর সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন।