|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : ‘‘কলকাতায় নতুন করে একটাও জলাভূমি ভরাট হলে, তার দায় নিয়ে আমি মেয়র পদ থেকে সরে যাব,’’ বললেন কলকাতার মেয়র ববি হাকিম। তিনি এদিন জলাভূমি ভরাটের মতো সমস্যা নিয়ে বলেন,
” একসময় কলকাতা পুর এলাকায় প্রচুর জলাভূমি ভরাট হয়েছে। কিন্তু, এই সরকার আসার পরে, বিশেষ করে আমি পুরমন্ত্রী হবার পর, এ বিষয়ে সরকার ও পুরপ্রশাসন কড়া হয়েছে। বাম আমলে ১৩৬, ১৩১, ৬৬, ১৪১ ওয়ার্ডে ব্যাপক পুকুর ভরাট হয়েছে। আমাদের সরকার আসার পর, আমরা এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছি। জলাভূমি ভরাট হলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে এফ আই আর করে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৩০টি পুকুর নতুন করে খনন করতে ৭৫ কোটি টাকা খরচ করেছে পুরসভা। এটা ঠিক সল্টলেক, নিউটাউন করতে গিয়ে কলকাতার জলাভূমির ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। কিন্তু, বর্তমানে আর কোন জলাভূমি ভরাট হবে না।’’