|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বর্তমানে ভারত বর্ষের বুকে জাতি ধর্ম নিয়ে যেমন বিবিধ প্রশ্ন ভাসছে ঠিক তেমনি মানবিক মূল্যবোধে বিশ্বাসী অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সম্প্রীতির ঝান্ডা হাতে নিয়ে সমাজ সেবায় নিবেদিত প্রাণ হয়ে দন্ডায়মান।
দেশের বর্তমান আবহে করোনার আতঙ্কে মানুষ অনেকটাই দিশেহারা। লকডাউনে সাধারণ মানুষের মধ্যে আর্থিক সঙ্কট যথেষ্ট প্রকট। এই সময়ে মুর্শিদাবাদ জেলায় “মানবতার পাশে আমরা” নামক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক কার্যকলাপের পাশাপাশি রক্তদানের মত মহৎ কাজে ভীষণ সক্রিয় ও উদার চিত্ত। উল্লেখ্যযোগ্য নজীর হিসেবে বেলডাঙার ২৮০ টি মসজিদের দায়িত্ব প্রাপ্ত ইমাম সাহেব মারকাজ মসজিদের ইমাম মাওলানা হাফেজ মহম্মদ ইলিয়াস সাহেব কান্দি থানার হিন্দু ধর্মাবলম্বী কালন পাল নামক বাবাকে রক্ত দান করে সম্প্রীতির চুড়ান্ত নজীর সৃষ্টি করেছেন। রক্ত দান করে তিনি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সামান্য পিছপা হননি।
এছাড়াও মেদেধার গ্রামের ইমাম মাওলানা ইসমাঈল সেখ মহাশয় এবং মির্জাপুর গ্রামের ইমাম মাওলানা খলিলুর রহমান সাহেব মহাশয় মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে উদার চিত্তে রক্ত দানের মত মহৎ কার্যে এগিয়ে এসেছেন।
“মানবতার পাশে আমরা” নামক সামাজিক সংগঠন এর উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানবতার সেবায় নিয়োজিত হয়ে প্রত্যেক সদস্যগণ আনন্দের অমৃত সাগরে ভাসমান। মানব সেবার মাধ্যমে যে তৃপ্তির অনুভূতি রয়েছে “মানুষের পাশে আমরা” নামক সামাজিক সংগঠন এর প্রত্যেক সদস্য গণ তা সানন্দে উপভোগ করতে সক্ষম।