পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে শুরু হলো মাটি ,কৃষি উদ্যান পালন, মৎস্য ,খাদ্য ও প্রাণী সম্পদ মেলা

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে শুরু হলো মাটি ,কৃষি উদ্যান পালন, মৎস্য ,খাদ্য ও প্রাণী সম্পদ মেলা। চলবে তিনদিন ধরে। এই কৃষি মেলার শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডু।এই কৃষি মেলায় উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল,ব্লক আধিকারিক মোস্তাক আহমেদ, সহ কৃষি অধিকর্তা উৎপল খেয়ারু, কৃষি কর্মদক্ষ বুদ্ধদেব ভারুই, সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকায় কৃষক শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন। এবার মেলায় বিশেষ আকর্ষণ কৃষিজ ও সংশ্লিষ্ট বিষয়ক প্রদর্শনী ও প্রতিযোগিতা, আলোচনা সভা, কেকেসি ক্যাম্প, কুইজ কনটেস্ট ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি কৃষক পুরষ্কার বিতরণী। কৃষকদের উৎপাদিত কৃষিজ পণ্য দিয়ে মেলা সাজানো হয়েছে।