|
---|
নিজস্ব সংবাদদাতা : তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত। তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল । আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত দেখা যায়। সূত্রের খবর, ওই অংশে মেরামতির পরেও গার্ডারের পাশে রাস্তায় গর্ত দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে। বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে।মেরামতির জন্য গত এপ্রিল মাসেই বন্ধ ছিল তারাতলা উড়ালপুল । ২৫ এপ্রিল পর্যন্ত যান চলাচল বন্ধের কথা জানানো হয়েছিল। সেই সময় সিদ্ধান্ত হয়, দক্ষিণমুখী গাড়িগুলি তারাতলা ক্রসিং থেকে ডায়মন্ড হারবার রোড ধরে যাবে। উত্তরমুখী গাড়িগুলিও ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, এই ফ্লাইওভার রক্ষণাবেক্ষণের দায়িত্ব PWD বা পূর্ত দফতরের। ফ্লাইওভারের দুটো গার্ডারের মাঝে যে এক্সপেনশন জয়েন্ট থাকে, সেটা মেরামতের কাজ করবে। তাই দক্ষিণমুখী অর্থাৎ তারাতলা থেকে ডায়মন্ড হারবার মুখী রাস্তা এবং উত্তরমুখী অর্থাৎ বেহালা থেকে তারাতলা মুখী যে রাস্তা বন্ধ থাকবে। রবিবারে গাড়ির চাপ খানিকটা কম থাকায় সপ্তাহান্তে এই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাইওভার বন্ধ থাকলেও, নিচের রাস্তা খোলা ছিল। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে উল্টোডাঙা উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান, ই এম বাইপাসের দিক থেকে লেকটাউনের দিকে আসার সময়, প্রচণ্ড গতিতে উল্টোডাঙা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যান এক বাইক চালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়।