“দার্জিলিং পুরসভা ভোটে জোট করেই লড়াই করতে চায় বাম-কং”: অশোক-শংকর

দার্জিলিং: দার্জিলিং পুরসভা ভোটে জোট করেই লড়াই করতে চায় বাম-কং বলে জানালেন অশোক-শংকর। মূলত আঞ্চলিক দলগুলিই ক্ষমতাশালী পাহারে,তাই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারবেনা বাম-কং বা অন্যান্য দল বলে মনে করছেন অনেকেই। তাই বিজেপি বা তৃণমূল বিরোধী দলগুলিকে একসাথে করেই দার্জিলিং পুরভোটে লড়াই করতে চায় বাম ও কংগ্রেস।

    আগামী ২৭ ফেব্রুয়ারী দার্জিলিং পুরসভা ভোটের দিনক্ষণ ঠিক করেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষনার পরপরই লড়াই নিয়ে রনকৌশল শুরু করেছে সমতলের সমস্থ রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যই বিমল ও বিনয়ের হাত ধরে পাহাড়ে নিজেদের আধিপত্ব বিস্তার করতে তৎপর হয়েছে।তবে লড়াই কঠিন হলেও জোট করেই লড়াই করতে চান বাম-কংগ্রেস।

    এই বিষয়ের বাম নেতা অশোক ভট্টাচার্য জানান, দার্জিলিং পুরসভা নির্বাচনে তৃণমূল কোনভাবেই ক্ষমতা দখল করতে পারবে না। তবে লড়াইয়ে বাম-কংগ্রেস যৌথ ভাবে লড়াই করবে এমন প্রচেষ্টা চালান হচ্ছে।