|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৭নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শকুন্তলা মিশ্রের হয়ে বৃহষ্পতিবার প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই ওয়ার্ডের তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতার আসনে পিন্টু ঘোষ, বামেদের হয়ে মূজামিল হক ও কংগ্রেসের হয়ে রাজীব কুমার মিশ্রা লড়ছেন। তাদের বিরুদ্ধে লড়াইয়ে ভিত শক্ত করতে শকুন্তলা মিশ্রের হয়ে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এছাড়াও ৮নম্বর ও ৯নম্বর ওয়ার্ডেও বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
তিনি জানান বিজেপী শিলিগুড়ির মানুষের ভালো করতে চায় যেটা অন্য কোন দলের পক্ষে করা কোনমতেই সম্ভব হয় না।বিজেপী কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে শিলিগুড়িতে উন্নয়ন করবে।একবার বিজেপীকে ক্ষমতায় আনুন তারপরে দেখবেন বিজেপী মানুষের জন্য কি কি করে আর কি করতে পারে।প্রিয়াঙ্কা টিব্রুয়াল শিলিগুড়ির মোট সাতটি ওয়ার্ডে প্রচার করবেন বলে জানা গেছে।এদিন বিজেপীর নেত্রীর সাথে ছিলেন বিজেপীর বিধায়ক শঙ্কর ঘোষ এবং পবন আগর ওয়াল।