|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা টিউবওয়েল গুলি, অবিলম্বে মেরামতির দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার শাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ গ্রাম-বাসীরা পঞ্চায়েতের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে একাধিক মহিলাসহ অধিক সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেল।
জয়নগর বিধানসভার সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বেশীরভাগ টিউবওয়েল গুলি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে । এই মূহুর্তে সাধারণ মানুষের জলের সঙ্কট বেড়ে যাওয়ায় তারা পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন।
মেম্বার,প্রধান ও পঞ্চায়েতের সেক্রেটারি কে বেশ কয়েকবার জানিয়ে কোন লাভ হয় নি, এমনই জানালেন এলাকার মানুষ জন । অধিকাংশ সময় পঞ্চায়েতের কর্মচারীসহ মেম্বার প্রধান পঞ্চায়েতের না আসায় তাদের দীর্ঘদিনের ক্ষোভ এমনই জানা গেল । বিভিন্ন সময়ে সাধারণ মানুষ অভিযোগ করে ও কোন লাভ হয়নি ।
তাই গ্রামের সাধারণ মানুষ এমনকি মহিলারা পর্যন্ত একত্র হয়ে অভিযোগ জানাতে এসে দেখে পঞ্চায়েতে কোন মেম্বার ও প্রধান নেই । তাই তাহাদের দাবি । প্রত্যেক মেম্বার ও প্রধান কে এখন আস্তে হবে । এই মুহূর্তে তাদের জলের ব্যাবস্থা করতে হবে । এলাকার বাসীর দাবি পঞ্চায়েতের পাশে একটা টিউকল আছে যেটি তিন চার মাস খারাপ হয়ে আছে সারানোর কোন চেষ্টা করেন নি পঞ্চায়েতের আধিকারিকগন । আজ মানুষের জমায়েত ও আন্দোলনে নড়েচড়ে বসেছেন বিডিও সহ বকুলতলা থানার অফিসার । ঘটনার খবর পাওয়া মাত্রই তারা হাজির হন পঞ্চায়েত চত্বরে আপাতত নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। কিন্তু এলাকার মানুষের দাবি এই মুহূর্তে তাদের জলের ব্যবস্থা না করলে তারা এখান থেকে একটুও সরবেন না। বকুলতলা থানার পুলিশ ও বি ডিও থেকে অফিসার এসেছেন সমাধান করতে ।