|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : এবার দাদাগিরি লকেটের? আবার বিতর্কে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়! হুগলীর ধনেখালীর ২১১ নম্বর বুথ চত্বরের ঘটনা। সেখানে গিয়ে জোর করে জয় শ্রীরাম বলতে বললেন লকেট। পাল্টা বন্দেমাতরম স্লোগান শুনতে হল তাকে। এরপর লকেট গ্রামবাসীদের দিকে তেড়ে যান, সেখানে থাকা লোকজন তখন বলতে থাকে মমতা ব্যানার্জী জিন্দাবাদ। লকেট প্রচন্ড রেগে গিয়ে বলতে থাকেন “ গুন্ডামি চলছে…… লকেট দিকে দেখতে এসেছিস…..গালাগালি দেওয়া হচ্ছে”।
সেখানকার লোকজন বলে “আপনাকে কেউ গালাগালি করেনি”। তখন লকেট বলে “বলতো জয় শ্রীরাম….বল জয় শ্রীরাম….বল জয় শ্রীরাম”। প্রত্যুত্তরে গ্রামবাসীরা বলতে থাকেন মমতা ব্যানার্জী জিন্দাবাদ। এর পর লকেট গিয়ে বলে “বলো মমতা ব্যানার্জী জিন্দাবাদ….বল মমতা জিন্দাবাদ।” গ্রামবাসীরা বলে কেন বলব না? বারবার বলব ‘মমতা ব্যানার্জী জিন্দাবাদ’।
এরপর লকেট সেখান থেকে চলতে শুরু করলে গ্রামবাসীরা বারবার চেঁচিয়ে বলতে থাকে মমতা ব্যানার্জী জিন্দাবাদ। লকেট ফিরে এসে আবার বলতে বলেন জয় শ্রীরাম। গ্রামবাসীরাও বলতে থাকে বন্দেমাতরম, মমতা ব্যানার্জী জিন্দাবাদ। তখন লকেট গ্রামবাসীদের দিকে তেড়ে যান।
এরপর ধনেখালীর ২০৮ নম্বর বুথে ঢুকে এক যুবককে হুমকি দেন তিনি। বলেন মমতা ব্যানার্জীর ছবি নিয়ে আপনাদের ধমকাচ্ছে, বলছে ঘরে ঢুকে যান। আপনারা এর বিচার করবেন! যুবকটিকে বলতে থাকেন “তুমি কোথা থেকে এসেছে? এখানে দাঁড়িয়ে আছো? মারব এক চড়। চামড়া গুটিয়ে দেব…চামড়া গুটিয়ে দেব…পুরুষ মানুষ হয়েছ….সোজা হয়ে কাজ কর…এই চোপ”। এই বলতে বলতে যুবকটিকে বুথ থেকে বের করে দেন লকেট।