লোকসভায় লোকের মাঝেঃ কেন্দ্র মথুরাপুর

 

    দ্বিতীয় পর্ব
    জাকির হোসেন সেখ, নতুন গতি, মন্দির বাজার: ১২ ই মার্চ মঙ্গলবার তৃনমূলের প্রার্থী তালিকা প্রকাশ হ‌তেই দুদিন পর ১৫ ই মার্চ শুক্রবার থেকেই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া। প্রচার শুরু করেছেন সেখান থেকেই, ২০০১- ২০০৬ সাল পর্যন্ত যে মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক ছিলেন। যদিও পরবর্তীতে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি সিপিএমের ডাঃ তপতি সাহার কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন, তবুও এই কেন্দ্রটিকেই তিনি পয়া বলেই মনে করেন। ২০১১ এবং ২০১৬ দুবারের তৃনমূল বিধায়ক এখন জয়দেব হালদার।
    গত ১৫ ই মার্চ শুক্রবার বিকেলে সেই মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে দলীয় সমস্ত নেতা কর্মীদের নিয়ে তিনি প্রথমে জরুরি মিটিং সেরে নেন এবং তারপর কেশবেশ্বর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
    পরে পোলের হাট থেকে বিজয়গঞ্জ বাজার পর্যন্ত পদযাত্রা করে, কয়েক হাজার মানুষের সঙ্গে জোড়া ফুলে ভোট দেয়ার স্লোগানে গলা মেলান।

    ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ টা লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে শুধু তৃনমূল কংগ্রেস নয় বরং সবকটা রাজনৈতিক দলের প্রার্থীর মধ্যেই তো বটেই এমনকি ভারতীয় রাজনীতিবিদ হিসেবেও প্রবীণতম হলেন চৌধুরী মোহন জাটুয়া। জন্ম ১৯৩৮ সালের ৯ই জুন।

    ৮১ বছর বয়সী জাটুয়া জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের নগেন্দ্রপুর গ্রামে। ২০০৯ সালের পর থেকে যা মথুরাপুর ২নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত।

    অল্প কথায় তাঁর পরিচয় হলঃ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী। পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল। দ্বিতীয় মনমোহন সিংহ মন্ত্রিসভার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। মন্দিরবাজার বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করা ২০০১ থেকে ২০০৬ সাল মেয়াদের তৃনমূল বিধায়ক এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল ও ২০১৪ সাল থেকে ২০১৯ সাল মেয়াদের দু দুবারের তৃনমূল সাংসদ। আর এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। অর্থাৎ এবারের জয় মানেই সাংসদ হিসেবে তাঁর মুকুটে জয়ের হ্যাটট্রিক।
    চলবে…………