|
---|
রতুয়া: রতুয়া বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে কারণে রতুয়া বাস স্ট্যান্ড এর সাথে যুক্ত ভালুকা হরিশ্চন্দ্রপুর রাজ্য সড়ক এবং। সামসি চাচোল রাজ্য সড়ক ও রতুয়া মালদা মানিকচক রাজ্য সড়ক এই বাস স্টান্ড দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কলকাতা দুর্গাপুর বাস স্টপ রয়েছে রতুয়ায় যার কারণে বিভিন্ন জায়গা থেকে বহু যাত্রী বাস ধরার জন্য ভিড় জমায় রতুয়া বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের ঝড়-বৃষ্টি বাস দুঃখের কারণ হয়ে দাঁড়ায়যাত্রী প্রতীক্ষালয় এখানে যাত্রী প্রতীক্ষালয় থেকেও নেই বাস ধরতে আসা অসুস্থ ও প্রবীণ নাগরিকদের বাস ধরতে আসলে তাদের বাস ধরার জন্য অপেক্ষা করতে হয় মিষ্টির দোকানে দাঁড়িয়ে বা ফাঁকা আকাশের নিচে আশ্রয় নিতে হয় বাস স্ট্যান্ড সংলগ্ন দোকানগুলিতে বেশি ঝড় বৃষ্টি হলে দোকানগুলোতে ও যাত্রীদের দাঁড়াতে দেয়া হয় না।তাই খোলা আকাশের নিচে ঝড়-বৃষ্টি কে উপেক্ষা করে বাস ধরার জন্য দাঁড়াতে হয় প্রতীক্ষালয় এর পাশে আছে সুলভ শৌচালয় রয়েছে পানীয় জলের ব্যবস্থা..কিন্তু যাত্রী প্রতীক্ষালয় দখলে রয়েছে কিছু লটারি বিক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের যাত্রী প্রতীক্ষালয় ঘিরে নানা রকমের দোকান যার মাশুল গুনতে হয় এই রতুয়া বাসস্ট্যান্ডে বাস ধরতে আসা প্রতিদিন নিত্যযাত্রীদের।