|
---|
মালদা-এখন ঘরে বসেই পাওয়া যাবে নিজের পছন্দের বই। তা নিজের ক্লাসের পড়ার বই হোক কিংবা অন্য কোনও গল্প, রহস্যের। অন লাইনেই বুক করে মিলবে এই পরিষেবা। আর তার জন্য কোনও আলাদা করে টাকা দিতে হবে না। আপাতত মালদা শহর ও পুরাতন মালদার জন্য এই পরিষেবার ব্যবস্থা করেছে মালদা শোভা বুক এজেন্সি। করোনা পরিস্থিতিতে এই ব্যবস্থায় ব্যপক সাড়া পড়েছে। অন্যতম উদ্যোক্তা দেবমাল্য দেবশর্মা জানান, ‘আমাদের এখানে অর্ডার করার কিছুক্ষণের মধ্যে বাড়িতে বই পৌঁছে যাবে। একদম ফ্রি হোম ডেলিভারি। শিক্ষা ব্যবস্থা যাতে সচল থাকে, সেই ভাবনা থেকেই আমাদের এই পরিষেবা দেওয়া।’