বিশিষ্ট সমাজসেবী ভাস্কর ঘোষ নিজের জন্মদিনে এক আদিবাসী গ্রামে ফলের বাগান করে দৃষ্টান্ত তৈরি করলেন

মালদা-‌আদিবাসী অধ্যুষিত এলাকার শিশুরা প্রায়ই পুষ্টিজনিত কারণে ভুগে থাকে। বিষয়টি নাড়া দিয়েছে বিশিষ্ট সমাজসেবী ভাস্কর ঘোষকে। তিনি নিজের জন্মদিনে এক আদিবাসী গ্রামে ফলের বাগান করে দৃষ্টান্ত তৈরি করলেন। পুষ্টিসমৃদ্ধ গাছের ফল খেয়ে ওই গ্রামের শিশুরা পুষ্টি পাবে বলে জানিয়েছেন তিনি। ইংলিশবাজার ব্লকের কেষ্টপুর গ্রামে তিনি নিজের উদ্যোগে এই প্রকল্প শুরু করেন। আপাতত পেয়ারা, লিচু, কাঁঠাল, আঁতা, বেদানা-‌সহ রকমারি ফলের কাজ পুঁতেছেন। জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ডাইনাল হাঁসদা তাঁর ২ কাঠা জমি ফলের বাগানের জন্য দান করেন। আর সেই জমিতেই ফলের বাগান করা পরিকল্পনা করেন ভাস্কর। জমিদাতা ডাইনাল হাঁসদা জানান, ‘‌ভাস্করবাবুর প্রস্তাব শোনা মাত্রই আমি ২ কাঠা জমি দান করি। খুব ভাল লাগে তাঁর প্রস্তাব। এই বাগানের ফল গ্রামের শিশুদেরই কাজে লাগবে। এখন দেখভালের কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। তাছাড়া ভাস্করবাবু আমাদের সঙ্গে রয়েছেন।’‌ তিনি জানান, ‘‌এই বাগানের উৎপাদিত ফল গ্রামের প্রতিটি শিশুই বিনা পয়সায় খেতে পাবে। বাসিন্দারা ফলের বাগান দেখভালের জন্য স্বেচ্ছাশ্রম দেবে বলে জানিয়েছেন।’‌