মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দেখানো পথই আমাদের অনুপ্রেরণা,ফারহাদ

নিজস্ব সংবাদদাতা, বারাসাত : সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়জয়কার। জয়ের পরবর্তী বোর্ড গঠনেও মুন্সিয়ানার পরিচয় বহন করে চলেছে দলীয় নেতৃবৃন্দ। শনিবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত -২ নং ব্লকের অন্তর্গত সাতটি গ্ৰাম পঞ্চায়েত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধান, উপপ্রধান পদে আসীন হয়েছে তৃণমূল কংগ্রেস।

    উল্লেখ্য শনিবার দাদপুর,কীত্তিপুর -১ ও কীত্তিপুর -২ অঞ্চলের প্রধান, উপপ্রধান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য ৩৮ নং উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের পুনঃনির্বাচিত সদস্য তথা পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ একেএম ফারহাদ। তিনি বলেন সাধারণ মানুষ মাথা উঁচু করে ভোট দিয়েছে আর তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথা নীচু করে সারা বছর সুষ্ঠু পরিষেবা দিয়ে আসবে। তিনি আরও বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ও আমাদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে দল অত্যন্ত সংঙ্গবদ্ধ।আর এই ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধভাবে লড়াই করে চলেছে সকল মানুষের সমর্থনে।উল্লেখ্য শনিবার দাদপুর অঞ্চলের প্রধান, উপপ্রধান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে একেএম ফারহাদ ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি,ইফতেখার উদ্দিন,আসের আলি,অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল আরসাদ আলি, নবনির্বাচিত প্রধান মনিরুল ইসলাম মনি, পুনঃনির্বাচিত উপপ্রধান আব্দুল হাই। কীত্তিপুর -১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান আলি, এসরাইল, মেসবাহউদ্দিন সেকেন্দার আলী হাফিজুল ইসলাম,আজগার আলী, নবনির্বাচিত প্রধান তৃষ্ণা পাত্র, উপপ্রধান রবিউল ইসলাম সহ অন্যান্যরা। অন্যদিকে কীত্তিপুর -২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাড়োয়া খাল পাশ্ববর্তী মাঠে সংবর্ধনায় উপস্থিত ছিলেন সাহাবুদ্দিন আলি, রবিউল ইসলাম, কাশেম আলী, নবনির্বাচিত প্রধান সহিদুল আলি মোল্লা, উপপ্রধান রমা মন্ডল, সদস্য আনজুরা বিবি সাপুই প্রমুখ।