|
---|
মহ: মুস্তাকিম মন্ডল, হুগলী, ধনিয়াখালি : ১৬ই ডিসেম্বর মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস ও অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পোড়াবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এই রক্তদান শিবিরে বিভিন্ন গ্রাম হইতে ৫৪ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। কথা প্রসঙ্গে জনৈক রক্তদাতা মান্দাড়ার হান্নান সাহেবের নিকট জানা যায় উনি নাকি গৃহস্থের অমতে লুকিয়ে রক্ত দিতে এসেছেন, পাছে বাড়িতে জেনে যায় এই জন্য হাতের সূচের ক্ষতে লাগানো তুলা পিন্ডটি খুলে দিচ্ছেন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছিল করোনার টিকা দেওয়ার কাজ।
সদ্য টিকা প্রাপ্তদের রক্ত দেওয়া যাবে না এই কারণে টিকা প্রাপ্ত ব্যক্তিদের অনেকেই রক্ত না দিতে পেরে মন খারাপ করে বাড়ি ফিরতে দেখা গেল। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মাননীয়া অসীমা পাত্র, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমেন ঘোষ মহাশয়, স্থানীয় প্রধান ইলিয়াস মন্ডল মহাশয়, মান্দাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সইদুল ইসলাম সরকার মহাশয়, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ সরফরাজ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন সর্বস্তরের নেতা ও নেত্রীবৃন্দ।