দুই পড়ুয়ার মৃত্যুতে ফের উত্তপ্ত মণিপুর, জায়গায় জায়গায় বিক্ষোভ ও ভাঙচুর

দেবজিৎ মুখার্জি: দুই পড়ুয়ার মৃত্যুতে ফের উত্তপ্ত মণিপুর। নতুন করে রাজ্যে শুরু হয়েছে অশান্তি। জায়গায় জায়গায় বিক্ষোভ, ভাঙচুর চলছে। পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছে পড়ুয়ারা। বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানান, দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে, তদন্ত করতে বুধবারই ইম্ফলে পৌঁছয় সিবিআই-র দল।

     

    এজেন্সির স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনাগরের নেতৃত্বে সিবিআই আধিকারিকদের একটি দল বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল পৌঁছেছে এবং অপরাধের তদন্ত শুরু করেছে। সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ফোকাস হবে অপরাধের স্থান চিহ্নিত করা, মৃতদেহ উদ্ধার করা এবং অপরাধীদের পেরেক দেওয়া।