শিলিগুড়িতে তৈরী হবে আধুনিক স্বাস্থ্যকেন্দ্র জানালেন মেয়র গৌতম দেব

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে তৈরী হবে আধুনিক সাস্থ্যকেন্দ্র।আজ শিলিগুড়ির 28নং ওয়ার্ডে সাস্থ্যকেন্দ্রের জন্য জমি দেখতে এসে এই কথাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি আজ শিলিগুড়ির সাস্থ্যকেন্দ্রের জন্য আঠাশ নং ওয়ার্ড ঘুরে দেখেন ওই ওয়ার্ডের কাউন্সিলার সম্পৃতা দাসের সাথে।তিনি আজ তিনটি জমি দেখেন শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডে।তিনি জানান শুধুমাত্র হাসপাতালের উপরে চাপ দিয়ে গেলে হবে না আলাদাভাবে আরেকটা সাস্থ্যকেন্দ্র তৈরী করতে হবে।যাতে হাসপাতালের উপরে চাপ কিছুটা হলেও কমে যায়। আমি এখানে তিনটি জমি দেখে গেলাম সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় তবে খুব তাড়াতাড়ি এই ওয়ার্ডে একটি নতুন সাস্থ্যকেন্দ্র তৈরী করা যাবে।আমি এই বিষয়ে রাজ্য সরকারের সাথে কথা বলব যাতে এই গুরুত্বপূর্ণ কাজটি খুব তাড়াতাড়ি শেষ করতে পারা যায়। শিলিগুড়িতে বেড়েছে জনসংখ্যা এবং রোগও বেড়েছে তাই বিকল্প ব্যাবস্থা নেওয়া জরুরী।তাই আমরা চেষ্টা করছি এই সাস্থ্যকেন্দ্রের কাজ যেন খুব তাড়াতাড়ি শেষ করা যায়।ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমরা আপাতত জমি দেখে গেলাম খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে।