বড়সড় ধাক্কা খেতে চলেছে সাধারন মানুষ! বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম

নতুন গতি নিউজ ডেস্ক: সাধারণ মানুষের উপর ফের একবার বড়সড় ধাক্কা আসতে চলেছে। এবার দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় ওষুধগুলিরও। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পকেটে চাপ বাড়বে সাধারণ মানুষের।

    পেট্রল-ডিজেলে-LPG-র পর এবার দৈনন্দিন ওষুধগুলিরও দাম বাড়াতে সবুজ সংকেত দিয়েছে সরকার। যার জেরে আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকে ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে।

    প্রয়োজনীয় ওষুধের দাম সরাসরি 10 শতাংশ বৃদ্ধি হতে পারে। এই দাম বৃদ্ধি হওয়া ওষুধের তালিকায় থাকছে জ্বর, হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, চর্মরোগের মতো ওষুধগুলিও।