| |
|---|
সেখ সামসুদ্দিন : কোভিড পরিস্থিতিতে মেমারি ১ সমষ্টি উন্নয়ন অডিটোরিয়াম হলে আসন্ন ঈদ উদাযাপন উপলক্ষ্যে মেমারি মাদ্রাসা সহ ইমামদের নিয়ে সভা করা হয়। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক আলি মহঃ ওয়ালী উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, সেকেন্ড অফিসার অভিজিৎ চ্যাটার্জী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, আব্দুল হালিম, মেমারি মাদ্রাসার ক্বারী সাহেব সামসুদ্দিন আহমেদ, মেমারি মাদ্রাসার অন্যতম সদস্য কাজী মহঃ ইয়াসিন, সদস্য সেখ সবুর উদ্দিন, সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ইমামগণ। এদিনের সভায় সরকারি নির্দেশিকা মেনে পঞ্চাশ জনের বেশি জমায়েত করা যাবে না। মসজিদে একাধিকবার ইমাম পরিবর্তনে জামাত করতে হবে। মাস্ক স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। দূরত্ববিধি মেনে নামাজ সংক্ষিপ্ত করতে হবে। নামাজ শেষে হাত মেলানো বা সৌভ্রাতৃত্বের মিলন করা যাবে না। এই সকল বিষয়ে সকলেই সহমত পোষণ করেন। পুলিশকে অনুরোধ করা হয় বাজারগুলোতে নজরদারি বাড়াতে।


