মেমারি শহরে রবিবার কেবলমাত্র ফুল লকডাউন

নূর আহমেদ : আজ,১৬ আগষ্ট, রবিবার, কেবলমাত্র মেমারি শহর ফুল লকডাউন। সকাল থেকে রাত পর্যন্ত লকডাউন থাকবে।              আবার আগামী কাল থেকে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত দোকান পাট খোলা থাকবে। পাঁচ টার পর থেকে লকডাউন চালু হবে। ৩১ শে আগস্ট পর্যন্ত প্রতি রবিবার ( ১৬, ২৩, ও ৩০ আগস্ট ) মেমারি পৌর শহরের সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে।আদেশানুসারে- পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ।