|
---|
নূর আহমেদ, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত, মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার অন্তর্গত নতুন বাস স্ট্যান্ড এলাকার ঘটনা,ঘটনাটি ঘটে শুক্রবার, দুপুর একটা নাগাদ,মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার ওয়াকার্স ইউনিয়ন কার্যালয়ে, উপস্থিত হয়ে, তৃণমূলের বাস-ট্রেকার ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ করেন, তৃণমূলেরই বাস ট্রেকার শ্রমিক কর্মিরায়।
কর্মীদের অভিযোগ,বাৎসরিক শ্রমিক ফান্ডের যে হিসাব দেওয়ার কথা, সেটির কোনো রকম হিসাব দিচ্ছেন না বর্তমান ইউনিয়নের সেক্রেটারি অরবিন্দ গন,বিগত তিন বছরে কোন রকম কমিটিও গঠন করা হয়নি বলে অভিযোগ করেন, এ দিনের বিক্ষুব্ধ শ্রমিকরা,প্রতি মাসে, একটি মিটিংয়ে হিসাব পেশ করার কথা সেটিও করা হয়নি বলে দাবি শ্রমিকদের,শ্রমিক কল্যাণ তহবিলের টাকা, শ্রমিক কল্যাণে খরচ না করে, অন্যত্র খরচেরও অভিযোগ তোলেন এদিনের বিক্ষুব্ধ শ্রমিকরা,তহবিলের জমানো টাকা, গাড়ি প্রতি ভাগ করে দেওয়ার কথা ছিল সেটি দেওয়া হয়নি, সেই টাকা অবিলম্বে দেওয়ার,- দাবি তুলে সড়ব হয় এদিন, ইউনিয়নের শ্রমিকরা,যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে , ইউনিয়নের সেক্রেটারি, শ্রমিকদের টাকা বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে আঙুল তোলেন সেক্রেটারির দিকে,ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ, এবং পরিস্থিতি স্বাভাবিক হয়,
বাস শ্রমিক ইউনিয়নের কর্মীরা জানান, বাস প্রতি প্রত্যেকদিন ৫ টাকা করে তারা শ্রমিক কল্যাণ তহবিলে জমা রাখেন, যার পরিমাণ ইতিমধ্যে, ৩ লক্ষ ৩৩ হাজার ২৬১টাকা,যার মধ্যে ২৪ হাজার টাকা খরচ হয়েছে বলে দাবি শ্রমিকদের,তাদের অভিযোগ ২৪ হাজার টাকা খরচ হলেও, ১ লাখ ৫২ হাজার টাকা, অন্যত্র খরচের হিসাব দেয়,যদিও সেই হিসাব মানতে নারাজ এদিনের বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রসঙ্গত, শুক্রবারের মধ্যে হিসাব দেখাতে না পারলে, শনিবার থেকে সমস্ত রুটের বাস ও ট্রেকার বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি শ্রমিকদের, এবং সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে সরব হবেন বলেও জানা যায় এদিন।