|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকে রোগী কল্যাণ সমিতির মিটিং করা হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন বিডিও, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, মৎস্য কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত সহ অন্যান্য কর্মাধ্যক্ষ ও সদস্যবৃন্দ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান, মেমারি থানার সেকেন্ড অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিটিং শেষে বিডিও আলী মহঃ ওয়ালী উল্লাহ জানান পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, বাজারগুলিতে নজরদারি চালানো হবে এবং প্রয়োজন মেমারিতে আইসোলেশন সেন্টার চালু করার মতো ব্যবস্থাও রেডি করা হচ্ছে। বিএমওএইচ ডাঃ হর্ষ ঘোষ অন ক্যামেরা বা অফ ক্যামরা কোনভাবেই কথা বলতে চায়নি। অথচ সাধারণ মানুষ অনবরত সাংবাদিকদের কাছে হাসপাতালে ভ্যাকসিন সহ নানান বিষয়ে জানতে চাইছেন।