|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: রাত্রি ভাতা সহ তিন দফা দাবিতে অনশন আন্দোলনে বসল অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকে ডিআরএম ভবনের সামনে অবস্থান করেন সদস্যরা। তাঁদের দাবি, করোনা আবহে ফ্রন্ট লাইনে কাজ করে তারা ভারতীয় রেল কে চালু রেখেছিলেন। অথচ তাদের বিভিন্ন দাবি-দাওয়া এখনো পূরণ করা হয়নি। নিজেদের দাবির কাছে পৌঁছে দিতে তাঁদের এই পদক্ষেপ।