|
---|
বিশ্বদীপ,দক্ষিণ দিনাজপুর-
আজ দক্ষিন দিনাজপুর জেলা অনগ্রসর শ্রেনী ও আদিবাসী কল্যান দপ্তরের উদ্যোগে আজ জেলার ৫৯ জন ছাত্রছাত্রীকে ডাক্তার বি আর আম্বেদকর নামাঙ্কিত মেধা পুরস্কার ২০১৮ প্রদান করা হল। এই অনুষ্ঠানে বালুরঘাটের মহকুমা শাষক ঈশা মুখার্জী, জেলা অনগ্রসর শ্রেনী ও আদিবাসী কল্যান দপ্তরের আধিকারিক মাথিয়াস লেপচা, প্রাক্তন বিধায়ক সত্যেন রায় সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। বালুরঘাট মন্মথ মঞ্চে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে পুরস্কৃত হওয়া ছাত্রছাত্রীদের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রছাত্রীদের হাতে হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে
জেলা অনগ্রসর শ্রেনী ও আদিবাসী কল্যান দপ্তরের আধিকারিক মাথিয়াস লেপচা বলেন আজ আমরা প্রায় ৬৯ জন ছাত্রছাত্রীদের এই মেধা সম্মান তুলে দিলাম। এছাড়াও কিছু ছাত্র ছাত্রী কে জাতিগত শংসাপত্র তুলে দিলাম আশাকরি তারা এই অনুষ্ঠানে র মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবে।