|
---|
কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে মেঠো প্রতিবাদ আন্দোলন
নতুন গতি, বামনগোলা : রাজ্য সরকারের নির্দেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পালন না করায় তার প্রতিবাদে সারা রাজ্যের সাথে মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কৃষকদের নিয়ে গত বুধবার মেঠো প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করেন বামনগোলা তৃণমূল কংগ্রেস। প্রথমে তারা একটি পথসভা করে পরে ওই পথসভা মাঠে জমিনের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেন। তাদের মূলত দাবিগুলো হলো কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক ঔষধের দাম কমানো,কৃষি ঋণ মুকুব করা, পাটশিল্পের ঘুরে দাঁড়ানো সহ নানা দাবি-দাওয়া নিয়ে আজ কৃষকদের নিয়ে আন্দোলনে নামেন তৃণমূল কংগ্রেস ।এই আন্দোলনের উপস্থিত ছিলেন রাজ্য কিসান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি প্রভাত পোদ্দার বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কিস্কু পাকুয়াহাট অঞ্চল সভাপতি শ্যামল মন্ডলসহ অন্যান্য কর্মী-সমর্থকরা।