|
---|
নিজস্ব সংবাদদাতা: নৃ-তত্ত্ব বিভাগের তৃতীয় পুনর্মিলন উৎসব হয়ে গেল সোমবার। এই বিভাগের বয়স ৪০ বছর। বিশ্ববিদ্যালয়ে প্রথম ৬ টি বিভাগের মধ্যে নৃ-তত্ত্ব একটি। এদিন সকাল ১০ টায় গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষন দেন কমিটির সভাপতি অধ্যাপক অমিত কুমার কিস্কু।
এদিনের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগ ও কলা বিভাগের দুই ডিন প্রফেসর সত্যজিত সাহা ও প্রফেসার তপন দে। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের প্রথম দিনের অধ্যাপক অভিজিৎ গুহ, বিভাগীয় প্রধান অধ্যাপক কৌশিক বোস।
এই পুনর্মিলন উৎসবে বিভাগের ১৯৯১ সালের ডঃ রঞ্জন কুমার শাসমল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ‘শিক্ষা রত্ন’ পুরস্কার পান, তাঁকে এই মঞ্চে সম্মান জানানো হয়। প্রাক্তনী দের স্মৃতি চারন, বক্তব্য, নাচ, গান, আবৃত্তি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সকলকে ধন্যবাদ জানিয়ে এদিন সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠান সম্পন্ন করেন সম্পাদক কৌস্তব ধর।
অনুষ্ঠানে নতুন করে বিভাগীয় প্রাক্তনী সমিতি গঠন করা হয়, যাতে সম্পাদক সুজন বেরা ও সভাপতি অধ্যাপক অমিত কিস্কু মনোনীত হয়েছেন।