রবি ঠাকুরের লেখা জাতীয় সংগীতে গলা মেলালেন ভারত-বাংলাদেশের লক্ষ লক্ষ ক্রীড়া অনুরাগী মানুষ

সজল দাশগুপ্ত : বাঙালি মানেই রসায়ন, সংস্কৃতির মেলবন্ধন। বাংলার বুকে জন্মেছেন একের পর এক মহাপুরুষ, কবি, সাহিত্যক, যাদের জুড়ি মেলা ভার। আমাদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব। যে গর্বে গর্বিত গোটা বাঙালি সত্তা। আজ সমগ্র বিশ্বের কাছে বাঙালির ক্ষেত্রে এক অত্যন্ত গর্বের দিন। গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দিন। আর সেই সুবর্ণ সুযোগ করে দিলেন রবি ঠাকুর। আজ ভারত ও বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ বিশ্বকাপের মহারনে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে রবি ঠাকুরের রচিত জাতীয় সংগীত আকাশ বাতাস জুড়ে বেজে উঠলো। প্রসঙ্গত রবি ঠাকুরের লেখা উভয় দেশের জাতীয় সংগীত পৃথিবীর ইতিহাসে এক বিরলতম কীর্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উভয় দেশের জাতীয় সংগীতের সাথে এদিন গলা মেলালেন ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ ক্রীড়া প্রেমী মানুষ। আজ বিশ্বকাপে এক বিরল মুহুর্তের সাক্ষী থাকলো ভারত বাংলাদেশের কোটি কোটি বাঙালি। আজ পুনের মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই বিরল মুহূর্তে সাক্ষী থাকলেও কোটি কোটি বাঙালি।