রাজনগরে মীর সাহেবের দরগায় পালিত সম্প্রীতির নবান্ন

 

    খান আরশাদ,নতুন গতি, রাজনগর:বীরভূমের রাজনগরে কাদাকুলী গ্রাম সংলগ্ন এলাকায় মীর সাহেবের দরগায় অগ্রহায়ন মাসে পালিত হয় এই নবান্ন উৎসব। নতুন ধান থেকে তৈরি অন্ন অর্থাৎ নবান্ন। এই নবান্ন উপলক্ষে কৃষকরা ধান মাঠে গিয়ে এক আঁটি ধান কেটে নিয়ে আসেন। যাকে মুট বলা হয়। সেই মুট এনে বাড়ি ফেরেন এবং তা বাড়িতে লক্ষ্মীর থানে রাখা হয়। এদিন এই নতুন ধানের অন্ন থেকে পায়েস করে তৈরি করে মীর সাহেবের দরগায় নিয়ে যাওয়া হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষও সিন্নি নিয়ে হাজির হন এই মীর সাহেবের দরগায়। হিন্দু-মুসলিম জাতি-ধর্ম নির্বিশেষে সকলে আসেন মীর সাহেবের দরগায় নবান্ন উৎসব পালন করতে। সকলেই এই উপলক্ষে ফুল,সিন্নি, চাদর চড়ান মীর সাহেবের দরগায়। একদিকে গীরিধারি লালা, উত্তম দত্ত, অরূপ দত্তরা যেমন এই নবান্ন উৎসব পালন করেন।অপরদিকে সৈয়দ ফজলে রহমান, শেখ মফিজ আলী, শেখ শওকত দের উপস্থিতিতে মীর সাহেবের দরগা প্রাঙ্গন হয়ে ওঠে এক মহামিলন ক্ষেত্র।

    প্রতিবছর এই নবান্ন উপলক্ষে মেলা বাসে এবং হাজার হাজার লোকের জমায়েত হয়। কিন্তু এবছর করোনা আবহে প্রশাসনিক নির্দেশ তা বন্ধ রাখা হয়েছে। তা সত্ত্বেও বেশ কিছু দোকানদার এদিন দোকানপাট নিয়ে মাজার প্রাঙ্গণে বসতে থাকেন। খবর পেয়ে রাজনগর থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং ঐসব দোকানদারদের সেখান থেকে হঠিয়ে দেন।