“মারিওপোলে আত্মসমর্পণ করেছে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা”: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক

নতুন গতি নিউজ ডেস্ক: মস্কোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের বন্দর শহর মারিওপোলে আত্মসমর্পণ করেছে ১ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা, এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক।

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের বক্তব্য “মারিওপোল শহরে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১,০২৬ জন সেনাকর্মী আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে রয়েছেন ১৬২ জন অফিসার। আত্মসমর্পণকারীদের ইউক্রেনীয় সেনাদের মধ্যে রয়েছেন ৪৭ জন মহিলাও।”

    উল্লেখ্য, মারিওপোল দখলের লড়াইয়ে ইতিমধ্যেই হাজারের উপর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।