বাংলার মসিজদ, মাদ্রাসায় হোক কোয়ারেন্টাইন সেন্টার। আহবান “বেঙ্গল ইমামস্ এসোসিয়েশনের”

বাংলার মসিজদ, মাদ্রাসায় হোক কোয়ারেন্টাইন সেন্টার। আহবান “বেঙ্গল ইমামস্ এসোসিয়েশনের”

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বব্যাপী চিন্তার বিষয় “কোভিড১৯” । ভারত জুড়ে বেড়ে চলেছে সংক্রমণ । আগেভাগেই সরকারের দৃষ্টি আকর্ষন করে সাহায্যের হাত বাড়ালেন বেঙ্গল ইমাম এসোসিয়েশন নামে সংগঠন । এবার বাংলার মসিজদ মাদ্রাসায় হোক কোয়ারেন্টাইন সেন্টার আহবান জানালো বেঙ্গল ইমাম এসোসিয়েশন । এই প্রসঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীর কাছে ইমেল মারফৎ একটি চিঠি পাঠানো হয়েছে বলা জানা গেছে । কখনও নিজামউদ্দিন কে কেন্দ্র করে যখন অসাধু লোকদের জটলা পাকার চেষ্টা চলে তখন এধরনের সিদ্ধান্ত মন ভালো করে দেই । চিঠিতে উল্লেখ করা হয়েছে আপামোর জনসাধারণের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাজুড়ে মাদ্রাসা মসজিদ কমিটির কাছে অনুরোধ জানিয়ে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একসাথে আপৎকালীন পরিস্থিতিতে মসজিদ ঘর কিংবা মাদ্রাসা সব টা যেন কোয়ারাইন্টাইন সেন্টার হিসেবে চালু করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বেঙ্গল ইমাম এসোসিয়েশনের পক্ষে মহ: ইয়াহিয়া সাহেব জানান ” আমরা গর্বিত ভারতবাসী বলে , দেশের আপৎকালীন পরিস্থিতিতে আমরা সবাই সাহায্যের হাত বাড়াতে পারলেই মানুষের উপকার হবে সর্বপরি এই সিদ্ধান্ত আমাদের মাতৃ ঋণ সমতুল্য ” । আশাকরি স্থানীয় প্রশাসন , মাদ্রাসা মসজিদ কমিটি এবং পশ্চিমবঙ্গ সরকার সবাই ভেবে খুব শীঘ্র এ বিষয়ে কাজ করবেন বলে আশাবাদী তিনি ।