শনিবার বিকেলে দাঁইহাট চৌরাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল।

শনিবার বিকেলে দাঁইহাট চৌরাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল।

    রাহুল রায়, নতুন গতি, পূর্ব বর্ধমানঃ কাটোয়া ১নং ও কাটোয়া ২নং ব্লকের সংযোগস্থল দাঁইহাট চৌরাস্তা মোড়। সেই দাঁইহাট মোড় দিয়ে নদীয়া,বর্ধমান,কাটোয়া রুটের বাস,লরি,টোটো সহ নানা যানবাহন চলাচল করে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মন্ডলের উদ্যোগে দাঁইহাট চৌরাস্তার মোড়ের ব্যবসাদার ও সাধারণ মানুষদের সুবিধার্থে সাংসদ তহবিল থেকে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হলো।শনিবার বিকেলে দাঁইহাট চৌরাস্তার মোড়ে উচ্চ বাতিস্তম্ভের শুভ উদ্বোধন করলেন সাংসদ সুনীল কুমার মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়া ১নং ব্লকের বিডিও মহম্মদ বদরুদ্দোজা,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পানিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ১নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মন্ডল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিদ্দা,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল, তুষার সামন্ত,জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জী,শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান সহ প্রমুখ। ৬ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যায়ে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ হওয়াতে ব্যবসাদার ও সাধারণ মানুষেরা খুব খুশি।