নামেবিয়ার স্বপ্নের উড়ান থেমে গেল, নেদারল্যান্ডের কাছে হার ৫ উইকেটে

নিজস্ব সংবাদদাতা : নামেবিয়ার স্বপ্নের উড়ান থেমে গেল, শ্রীলঙ্কাকে হারিয়ে তারা যে স্বপ্ন দেখাতে শুরু করেছিল, আজ কার্যত তা ভেঙ্গে গেল। নেদারল্যান্ডের কাছে ৫ উইকেটে হার মেনে যায় তারা।

     

     

    আজ প্রথমে ব্যাট করে নামিবিয়া নির্ধারিত কুড়ি ওভারে ১২১ রান করে। নেদারল্যান্ডের আটোসাটো বোলিংয়ের কারণে সেই ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি নামেবিয়ার ব্যাটসম্যানরা।

     

     

     

    তবে শুরুটা ভালো করলেও নেদারল্যান্ড খেলার অন্তিম লগ্নে যথেষ্ট চাপে পড়ে যায়। এক সময় নেদারল্যান্ডের রান ছিল ১৫ ওভারে ২ উইকেটে ৯৬, সেখান থেকে ১৭ ওভারের মধ্যে তাদের ৫ উইকেট পড়ে যায়। শেষ দুই ওভারে দরকার ছিল ১৪ রান। তবে মাথা ঠান্ডা রেখে খেলা বার করে নেদারল্যান্ড।