|
---|
নরঘাট ক্যুইজ ফোরাম সংস্থা সমাজের প্রতিবন্ধী মানুষের পাশে
নতুন গতি ওয়েব ডেস্ক:
সমাজের প্রতিবন্ধী মানুষের পাশে নরঘাট ক্যুইজ ফোরাম সংস্থা করোনা মহামারী নিয়ে আমরা সবাই ঘরবন্দী ৷ কিন্তু সমাজের প্রতিবন্ধী মানুষগুলো আজ অসহায় ৷ তাদের সংসারে অভাবে টান ৷ না পাচ্ছে ঠিকমতো খাওয়া না পাচ্ছে সঠিক চিকিৎসার জন্য আর্থিক অবস্থা ৷ এমাতবস্থায় গত কয়েকদিন আগে ” নরঘাট কুইজ ফোরাম ” সংস্থার সদস্য মহম্মদ শেখ আরেফুলের কাছে ফোন আসে হলদিয়ার চৈতন্যপুর এলাকার শেখ করিম আলীর প্রতিবন্ধী পরিবারের ৷ প্রতিবন্ধী শেখ করিম সংস্থার সদস্যকে তাঁর চিকিৎসার ঔষধ কেনার জন্য আর্থিক ব্যবস্থার কথা বলে ৷ খবর পাওয়া মাত্র নরঘাট কুইজ ফোরাম সংস্থার সহযোগিতার আশ্বাস দেওয়া হয় ৷ আজ সকাল ১০ সময় প্রতিবন্ধী শেখ করিমের পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক ব্যবস্থাসহ বিভিন্ন ফল , বিস্কুট ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় ৷ পরিশেষে সংস্থার সদস্য শেখ আরেফুল জানান যে , আমরা সমানুষের মানুষের পাশে বিগত বছর যেভাবে ছিলাম ঠিক সবসময় সমাজের দরিদ্র , অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে আছি ৷