নজরুল শ্রদ্ধাঞ্জলি উত্তর পাড়ায়

লু তুব আলি : শিব সরস্বতী নজরুল চর্চা কেন্দ্রের নজরুল শ্রদ্ধাঞ্জলি উত্তর পাড়ায়। কলকাতার এই সাংস্কৃতিক সংস্থাটি হুগলি জেলার উত্তর পাড়ার পিপলস রিলিফ কমিটির হলে কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল। অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল পথিক বন্ধু এসো। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরপাড়া ১৫ নং ওয়ার্ডের পৌর মাতা সুস্মিতা সরকার। স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদিকা শ্রেয়সী মন্ডল। শিব সরস্বতী নজরুল চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ড. অনিন্দিতা মন্ডল বলেন, শিব সরস্বতী নজরুল সৃষ্ট একটি রাগের নামকরণ অনুযায়ী সংগঠনটির নামকরণ করা হয়েছে। অপরদিকে পথিক বন্ধু এসো নজরুলের রাগাশ্রয়ী গানের একটি লাইন। এ যেন গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো। সংগঠন টির মূল উদ্দেশ্য হল, নজরুলের স্বল্প শ্রুত গান, কবিতা প্রচার প্রসার ঘটানো। গতানুগতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নজরুলের বৈচিত্রময় দর্শনকে বিস্তার ঘটাতে সংগঠনটি বদ্ধপরিকর। রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠনটি তৈরি হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ও কবিতীর্থ চুরুলিয়া তেও নজরুলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ড. প্রদীপ কুমার দে, ও.সি সোমা মুখার্জি, সংগঠনের হুগলি জেলা সভাপতি শ্রাবন্তী মুখার্জি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোমা রায়, সৃজা, অনামিত্রা, সৌমী, সৌমজিৎ, শ্রাবণী, শম্পা, রাহুল চ্যাটার্জী, শ্রাবন্তী মুখার্জি প্রমুখ। মৌসুমী গাঙ্গুলীর তত্ত্বাবধানে নৃত্য পরিবেশন করেন দেবাংসা, ইন্দ্রানী, সপ্তদীপা। এছাড়াও নৃত্য পরিবেশন করেন সুপ্রীতি, কুমকুম, সুমনা, সোমা, তৃপ্তি, শর্মী। হুগলি জেলার শিব সরস্বতী নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি শ্রাবন্তী মুখার্জি ও ড. অনিন্দিতা মন্ডলের প্রচেষ্টায় এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন লাবণ্য দে।