|
---|
আসমা খাতুন, খন্ডঘোষ : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল খন্ডঘোষের এক যুবকের। মৃত যুবকের নাম মজিদ লায়েক ,বয়স ৩২ বছর।বাড়ি খন্ডঘোষের উজ্জ্বল পুকুর গ্রামে।জানা যায় গতকাল ২৭জুন দুপুর নাগাদ বর্ধমান শহরের গোদা হেলথ সিটির মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেই জনসভাতে যোগদিতে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকদের সাথে ট্রাক্টরের চেপে যাচ্ছিলেন ওই যুবক। সেই সময় বর্ধমান শহরের আজিরবাগান মোড় এলাকায় কারণবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। এর পরেই তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বর্ধমান অনাময় হাসপাতাল এবং সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা খণ্ডঘোষ। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ ছুটে জান মৃত ব্যাক্তির বাড়িতে । পরিবারে পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক অনাময় হসপিটালে নিজ তত্ববধানে লাশ ফিরিয়ে আনেন গ্রামের বাড়িতে ।লাশ আশার সঙ্গে সঙ্গে ভেঙে পরে গোটা গ্রাম । মমতার অনুগামী একনিষ্ট তৃণমূল কর্মী মজিদের মৃত্যু মেনে নিতে পারছেন না কেও ।