|
---|
রহমতুল্লাহ,কালিগঞ্জ : ২৮শে জুন মঙ্গলবার, দিন আমরা অসহায় গরীবের বন্ধু সংগঠনের ” পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত পরীক্ষা শিবির আয়োজিত হলো নদীয়া জেলার কালিগঞ্জ থানার অন্তর্গত মোলান্দীতে। এদিন সকাল ১০ টাই শুরু হয় শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক ডক্টর সাজিবুর শেখ, ওয়াসিম জাফর শেখ, মিজানুর শেখ, রবিউল শেখ, জামশেদ সেখ ও হাফেজ রুহুল আমিন সেখ, এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তরুণ প্রতিবাদী কবি মহাদ্দেস সেখ প্ৰমুখ। অনুষ্ঠানে ১০০ এর অধিক মানুষের বিনামূল্য রক্ত ও স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়। সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা
করেন ডক্টর সাজিবুর শেখ।