|
---|
নিজস্ব প্রতিনিধি, তমলুক:
ছাত্রছাত্রী সুশিক্ষা ও সু পরামর্শের গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দঃ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত সরবেড়িয়া সেবাশ্রম দিচ্ছে বিনা খরচে প্রশিক্ষণ ৷ প্রায় তিন বছর আগে এই প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয় ৷ তারপরই ছাত্রছাত্রীদের উপস্থাপনা এই সেবাশ্রমে লেগে রয়েছে ৷
খবরসূত্রে ,এই সেবাশ্রমের শিক্ষক মাননীয় পার্থ প্রতীম চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে ,স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষকে ঈশ্বর রূপে পূজা করার সংকল্প নিয়েছে সরবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের ‘সেবাব্রতী’রা।তাদের উদ্দেশ্য মানুষকে সেবা করার পাশাপাশি নিজেরাও ঠিক ঠিক ভাবে মানুষ হয়ে গড়ে ওঠা।
সেবাকার্যের অঙ্গ হিসাবে প্রতি বছর শীতকালে গ্রামের অসহায় শীতার্তদের মধ্যে যেমন চলে কম্বল বিতরন,তেমনই চলে সারাবছর ধরে চলা কিছু অসামান্য সেবামূলক সংকল্প। এখানে ৩বছর ধরে মাত্র ১০ টাকায় বাচ্চাদের ছবি আঁকা শেখানো হয়।সংগৃহীত অর্থ দিয়ে বাচ্চাদেরই হাতে তুলে দেওয়া হয় রঙ-খাতা ইত্যাদি হয়। বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২৫!
প্রতি মাসে চলে ‘Lover Of Footpath’ নামে সংকল্প যেখানে সবাই মিলে অর্থ সংগ্রহ করে কোনও অঞ্চলে গিয়ে সেখানের শিশুদের পেট ভরে খাওয়ানো হয়,বইখাতা বা জামাকাপড় দেওয়া হয়।প্রায় দুবছর ধরে এই কর্মযজ্ঞ ওরা সফলতার সাথে চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি শুরু হয়েছে বিনামূল্যে কোচিং ক্লাস।যেখানের ছাত্র সংখ্যা এক সপ্তাহেই ২৫ অতিক্রান্ত!
৫-৮শ্রেনী পর্যন্ত সকল বিষয় আলাদা আলাদা শিক্ষক দিয়ে যত্ন সহকারে পড়ানো হচ্ছে।ওদের বিশ্বাস এইসব ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই নতুন ‘সেবাব্রতী’ উঠে আসবে,যেভাবে এখনকার যুব কর্মকর্তারা উঠে এসেছে আশ্রমের বড় দাদাদের দেখে।
শীঘ্রই এই আশ্রমে শুরু হতে চলেছে লাইব্রেরীও।লাইব্রেরী পুরোদমে শুরু হয়ে গেলে উপকৃত হবে গ্রামের সব মানুষ।আশ্রমের সেবাব্রতীদের মতে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ আনতেই এই প্রচেষ্টা।
‘শিবজ্ঞানে জীবসেবা’কে লক্ষ্য করে এভাবেই এগিয়ে চলেছে সরবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম। ভবিষ্যতে এভাবেই ওরা এগিয়ে যাক এই শুভ কামনা রইল।