|
---|
দেবজিৎ মুখার্জি: চিনের আগ্রাসী মনোভাবের পালটা কৌশলী নয়াদিল্লি। লাদাখের নিওমাতে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি তৈরি হবে। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেভক থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানঘাঁটির শিলান্যাস করবেন রাজনাথ সিং। শুধু লাদাখের সামরিক বিমানঘাঁটি নয়, প্রতিরক্ষা সংক্রান্ত আরও ৯০টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সামরিক বিমানঘাঁটি তৈরির কাজ শেষ হলে লাদাখের উন্নয়ন হবে।