|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: প্রথম ভারতীয় মহিলা টিটি খেলোয়াড় হিসেবে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতে নজির গড়লেন ঐহিকা।
গোটা দেশের মুখ উজ্জ্বল করলেন বাঙালি কন্যা ঐহিকা মুখার্জি। কটকে আয়োজিত কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাংলার মেয়ে।
ফাইনালে অবশ্য ঐহিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক ভারতীয় কন্যাই। ফাইনালে ভারতের মধুরিকা পাটকরকে ১১-৬,১১-৪, ১১-৯, ১৯-১৭ তে হারালেন ঐহিকা। সেমি-ফাইনালে শীর্ষ বাছাই হো টিন-টিনকে হারিয়ে ফাইনালে ওঠেন ঐহিকা মুখার্জি।