|
---|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : লাগাতার বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাতের শহরের মানুষের অস্বস্তি বেড়েছিল। বিগত কিছুদিন ধরে উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় ভারী বৃষ্টিপাতের খবর মিলেছে। কোচবিহার আলিপুরদুয়ার সহ অন্যান্য জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে জল জমার খবর পাওয়া গেছে। শিলিগুড়ি নিচু এলাকাগুলিতে বৃষ্টিপাতের কারণে জল জমে। রীতিমত অসস্তিতে পড়ে যান সংলগ্ন এলাকার বাসিন্দারা কার্যত ঘরবন্দী অবস্থায় কাটাতে হয় তাদের। অবশেষে মিলল স্বস্তি, বেশ কয়েকদিন বৃষ্টিপাতের পর আজ সকালে রোদের দেখা মিলেছে শহরে। রোদে ঝলমলে আকাশ দেখে খুশি শহরবাসী। এদিন আকাশ পরিষ্কার থাকার কারণে শহর থেকেই দেখতে পাওয়া গেছে পাহাড়ের ছবি। খুশি শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। সোমবার বিকেলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে শিলিগুড়িতে। তবে আজ সকাল থেকেই ছিল আকাশ পরিস্কার রোদ ঝলমলে।