পুলিশের সততা, খুইয়ে যাওয়া মূল‍্যবান জিনিস ফেরত দিল প্রকৃত মালিককে

মালদা: সততার নজির গড়লেন উর্দিধারী। রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা ও গুরুত্বপূর্ণ নথি সমেত মানিব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার বার্তা দিলেন চাঁচল থানা পুলিশ প্রশাসন।

    জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা শম্ভু হরিজন এদিন চাঁচলে কাজের সুবাদে আসেন।অসাবধানতাবশত তার পকেট থেকেই মানিব্যাগ টি পড়ে যায়। চাঁচোল শহরের শহীদ মোড়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন পুলিশকর্মীরা।রুটমার্চ চলাকালীন একটি কালো রঙের মানিব্যাগে নজরে আসেন চাঁচল থানার পুলিশ কর্মী দিলবার হোসেনের। সন্দেহ হতেই উঠিয়ে দেখে মানিব্যাগটি। তা খুলতেই চোখ কপালে ওঠে পুলিশ কর্মীদের। তাতে ছিল আধার কার্ড,ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও সহ কয়েকটি এটিএম কার্ড।এছাড়াও নগদ আট হাজার টাকা ।চাঁচল থানার পুলিশ কর্মী দিলওয়ার হোসেন সযত্নে থানায় নিয়ে আসেন।এবং হন্য হয়ে তল্লাশি চালায় সেই প্রকৃত মালিকের। অবশষে কিনারা করতে পারে সেই মালিকের।

    শনিবার সকালে ওই যুবক থানায় এসে পুলিশকর্মীদের হাত থেকে খুইয়ে যাওয়া মানিব‍্যাগ গ্রহণ করে। খুইয়ে যাওয়া জিনিস ডায়েরি না করেই পেয়ে যেতে বেজায় খুশি হয়েছেন তিনি। ওই যুবক ভাবতেও পারেনি তার জিনিস এইভাবে হাতে আসবে। ধন্যবাদ জানিয়েছেন চাঁচল থানার পুলিশ প্রশাসনকে।